চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতা যাবে স্পাইস জেট
বন্দর নগরী চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ভারতীয় বেসরকারি এয়ারলাইনস প্রতিষ্ঠান স্পাইস জেট। আগামী ৬ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট শুরু করবে সংস্থাটি।
স্পাইস জেট বাংলাদেশ জানায়, ভারত ও বাংলাদেশের এয়ার বাবল চুক্তির আওতায় প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন (রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার) চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলবে। এই দিনগুলোতে বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে কলকাতা পৌঁছাবে। কলকাতা থেকে ফ্লাইটগুলো স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে ৯টা ২০ মিনিটে নামবে।
বিজ্ঞাপন
এই রুটের যাত্রীদের জন্য একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৩২ টাকা। রিটার্ন ভাড়া ১৭ হাজার ৮৩৭।
এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের বিভিন্ন রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইন্ডিগো, গো এয়ার, স্পাইস জেট, ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে ভারতে যাওয়ার যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট নিতে হবে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে।
এআর/এমএইচএস