টিকিটে ২০ শতাংশ ছাড় দিল মালয়েশিয়া এয়ারলাইন্স
আকাশপথের যাত্রীদের টিকিটে ২০ শতাংশ ছাড় দিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর, শ্রীলঙ্কার কলম্বোসহ বেশ কয়েকটি দেশের টিকিটে এ ছাড় প্রযোজ্য হবে।
মালয়েশিয়া এয়ারলাইন্স জানিয়েছে, বিজনেস ও ইকোনমিক ক্লাসের যাত্রীরা এ সুযোগ পাবেন। যাত্রীরা ২০২২ সালের ৩ জানুয়ারি পর্যন্ত ছাড়ে টিকিট কাটতে পারবেন, যা দিয়ে ভ্রমণ করা যাবে ওই বছরের ৩০ জুন পর্যন্ত।
বিজ্ঞাপন
ঢাকা-কুয়ালালামপুর রুটে বর্তমানে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করছে মালয়েশিয়া এয়ারলাইন্স। এ চার দিন রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভোর ৪টা ৫৫ মিনিটে কুয়ালালামপুর পৌঁছায় এ এয়ারলাইন্সের ফ্লাইট; কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ৯ টা ৫৫ মিনিটে।
বর্তমানে ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মালিন্দো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।
এআর/আরএইচ