প্রায় ১১ মাস পর ঢাকা থেকে কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। গত বছরের মার্চে করোনাকালীন লকডাউনে ফ্লাইট বন্ধ হওয়ার পর আগামী ১৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো কাঠমান্ডুর যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

রোববার (৩১ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হবে। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

নেপাল যাত্রার করোনা সংক্রান্ত সব শর্ত ও নির্দেশনা বিমানের ওয়েব সাইটে (www.Biman-airlines.com) পাওয়া যাবে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

তবে বিমানের নেপালের ফ্লাইট চলাচল বন্ধই ছিল। সর্বশেষ এক ফ্লাইট বন্ধের মেয়াদ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এর ১০ দিন আগেই ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় তারা।

এদিকে নেপালের রুট চালু হলেও কোভিডের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদীনা ও কুয়েতের ফ্লাইট ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত বাতিল রয়েছে।

এদিকে করোনাভাইরাস মহামারির এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরণ শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এ দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। ২০২১ সালের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা সবাইকে নির্দিষ্ট হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে এ মেয়াদ কমিয়ে ৭ দিন করা হয়।

এআর/এসএম