ঘন কুয়াশায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করতে পারছে না। শারজাহ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট দীর্ঘক্ষণ ঢাকার আকাশে ঘুরে রাত পৌনে ৩টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

সর্বশেষ সোমবার (২৫ জানুয়ারি) রাত ১টা ১০ মিনিটে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। এরপর আর কোনও ফ্লাইট নামতে পারেনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট দীর্ঘক্ষণ চেষ্টা করেও ঢাকায় অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দেখতে না পেয়ে ১ ঘণ্টা আকাশে অপেক্ষা করে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় এয়ার এরাবিয়ার জি-৯৫১৭ ফ্লাইটটি।

এদিকে রাতে সৌদি আরবের জেদ্দা থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় আসার কথা থাকলেও সেটি আগেই বাতিল করা হয়।

এর আগে ২২ জানুয়ারি প্রায় পাঁচ ঘণ্টা ও ২৩ তারিখ সাত ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ২৩ জানুয়ারি এয়ার এরাবিয়া ও সৌদির ফ্লাইটও ঢাকার আকাশ ঘুরে কলকাতায় গিয়ে নামে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে গত ৩-৪ দিন ধরে চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে আসা প্রতিটি ফ্লাইট দেড় থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে ওঠানামা করছে।

এই শীত মৌসুমে গত বছরের ৮ ডিসেম্বর প্রথমবারের মতো কুয়াশার কারণে দীর্ঘসময় ঢাকায় ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এআর/এসআরএস