বিমানবন্দরে পৌনে ২ ঘণ্টা অপেক্ষা, ৮০ যাত্রীকে রেখে গেল ইতিহাদ
করোনা টেস্টের রেজাল্টসহ বিমানবন্দরে ভেরিফিকেশনের বিভিন্ন লাইনে দাঁড়ানোয় আবুধাবির ফ্লাইটে চড়তে পারেননি ৮০ যাত্রী। পৌনে ২ ঘণ্টা অপেক্ষা করে তাদের রেখেই চলে যায় ফ্লাইটটি।
সোমবার (৪ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সবাই ইতিহাদ এয়ারওয়েজের ইকে-২৩৫ ফ্লাইটের যাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি সোমবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। এটি পৌনে ২ ঘণ্টা অপেক্ষা করে মঙ্গলবার ভোর ৫টার দিকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়। করোনা টেস্টের ফলাফল পেতে পেতে বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় ৮০ জন ফ্লাইট ধরতে পারেননি।
ফ্লাইটের একজন যাত্রী ঢাকা পোস্টকে বলেন, করোনা রিপোর্ট ছাড়াও একজন প্রবাসীকে আমিরাতে যাওয়ার জন্য প্রায় ১০টি লাইনে দাঁড়াতে হয়। প্রথম গেটে করোনা টেস্টের রিপোর্ট দেখাতে হয়। এরপর করোনা টেস্টের রিপোর্ট ভেরিফাই করাতে হয়। এরপর রয়েছে- চেক-ইন, প্রি ইমিগ্রেশন ভেরিফিকেশন, ভেরিফিকেশন, দ্বিতীয় করোনা টেস্ট ও রেজাল্টসহ নানা লাইনে থাকতে হয়। সবকিছু মিলিয়ে বোর্ডিং কাউন্টার বন্ধ হওয়ায় আমরা কাউন্টারে যাই। তখন আমাদের জানানো হয়, আমাদের ফ্লাইটে নেওয়ার আর কোনো সুযোগ নেই।
তিনি জানান, এয়ারলাইন্সের লোকজন আমাদের জানিয়েছেন, মাঝে মাঝে ২/১ জন যাত্রীর সমস্যা হলে সেগুলো দ্রুত সমাধান করা হয়। তবে ৮০ জনের কারণে ফ্লাইট আর বেশি অপেক্ষা করেনি।
জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, করোনা পরীক্ষার রেজাল্টের বিলম্বে অনেকেই ফ্লাইট মিস করছেন। স্বাস্থ্য বিভাগকে আরব আমিরাত প্রবাসীদের জন্যে হলেও দ্রুত করোনা টেস্টের রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সোমবার এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যাত্রীদের ফ্লাইটের কমপক্ষে আট ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে বলেন। তাহলে এ সময়ের মধ্যে করোনা টেস্টসহ যাবতীয় সব কার্যক্রম শেষ করা যাবে বলে নিশ্চয়তা দেন তিনি।
এআর/ওএফ