সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। জনসাধারণের চলাচলের জন্য অভ্যন্তরীণ রুটে দৈনিক ১৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে দুটি, রাজশাহীতে একটি ও বরিশালে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি বলেন, যাত্রীদের বিমানের যেকোনো সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা অ্যামেরিকান এক্সপ্রেস সার্ভিসের কার্ডের মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এরপরই ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান ফ্লাইট চালানোর ঘোষণা দেয়।

এআর/ওএফ