৩ জুন থেকে কক্সবাজার যাবে বিমান
আগামী ৩ জুন (বৃহস্পতিবার) থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীদের টিকিটের বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহের জন্য বিমানের যেকোনো সেলস্ অফিস ও বিমানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞাপন
কক্সবাজার রুটে বিমানের ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪ হাজার ১০০ টাকা। এর আগে দীর্ঘ দুই মাস ফ্লাইট বন্ধ থাকার পর ১ জুন (মঙ্গলবার) থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেয় বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারও।
গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ২২ এপ্রিল থেকে ফ্লাইট চালু করা হলেও কক্সবাজার রুটে বিমান চলাচল বন্ধ ছিল।
এআর/এফআর/জেএস