ফাইল ছবি

গেল নভেম্বর মাসে ‘ইন্ডিগো’র প্লেনে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। নাগপুর থেকে কলকাতাগামী ওই ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি মূলত একজন গোয়েন্দা কর্মকর্তা। ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) নাগপুর শাখায় কর্মরত তিনি।

গত ১৪ নভেম্বর ইন্ডিগোর বোমাতঙ্কের ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৮৭ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। বোমা আতঙ্ক সামনে আসতেই দ্রুত প্লেনটি ঘুরিয়ে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, খবরটি ছিল ভুয়া। এরপরই রায়পুর থেকে অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

অনিমেষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(৪) ধারা এবং বেসামরিক বিমান চলাচল আইনের অধীনে মামলা হয়েছে। সম্প্রতি অনিমেষের আইনজীবী ফয়জল রিজভি দাবি করেন, তার মক্কেল একজন গোয়েন্দা কর্মকর্তা। বিমানে বোমা থাকতে পারে, এ সম্ভাব্য সূত্রের ভিত্তিতেই কাজ করছিলেন তিনি। কেন প্রথমে তার পরিচয় গোপন রেখেছিল পুলিশ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনিমেষের আইনজীবী।

যদিও রায়পুর পুলিশের সুপার সন্তোষ সিংহের পাল্টা দাবি, অনিমেষকে আটক করার পরপরই পুলিশের পক্ষ থেকে আইবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আইবি এবং স্থানীয় পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের যুক্তি, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন ওই যুবক।

এসএসএইচ