হজযাত্রী বহনে প্রস্তুত বিমান, ইমিগ্রেশন সহজ করতে অতিরিক্ত জনবল
পবিত্র হজ-২০২৪ উপলক্ষ্যে হজযাত্রীদের পরিবহন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান জানায়, হজযাত্রীদের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে৷ সেই লক্ষ্যে জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে।
এছাড়া, হজ শেষে হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি, জেদ্দা থেকে সিলেটে দুইটি, মদিনা থেকে ঢাকা ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে নয়টি ও মদিনা থেকে সিলেটে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
আগামী বৃহস্পতিবার (৯ মে) থেকে হজ ফ্লাইট শুরু হবে। এর আগে, বুধবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান ঢাকা পোস্টকে বলেন, এবার ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হজযাত্রীদের টিকেট ইস্যু এবং নন-ব্যালটি যাত্রীদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্যও সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীকে পরিবহন করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ হজযাত্রীকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন। প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭টি, সিলেট থেকে জেদ্দাতে পাঁচটি, ঢাকা থেকে মদিনায় নয়টি, চট্টগ্রাম থেকে মদিনায় দুইটি ও সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হবে।
মো. আল মাসুদ খান আরও বলেন, হাজিরা এবার দুইটি ব্যাগেজে ২৩ কেজি করে মোট ৪৬ কেজি মালামাল উভয় দিক থেকে পরিবহন করতে পারবেন।
এআর/কেএ