ঈদ উপলক্ষ্যে সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল এয়ার এ্যাস্ট্রা
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে ১ এপ্রিল থেকে সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল এয়ার এ্যাস্ট্রা। এই রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
এয়ারলাইন্সটির ফ্লাইটগুলো ঢাকা থেকে সৈয়দপুর রুটে ছেড়ে যাবে যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিটে, দুপুর ২টা ৫ মিনিটে, বিকেল ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ৫ মিনিটে। পরে সৈয়দপুর থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৪০ মিনিটে, দুপুর ৩টা ৩৫ মিনিটে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং রাত ৯টা ৩৫ মিনিটে।
বিজ্ঞাপন
সৈয়দপুরের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি ও সিলেট রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। যাত্রীরা এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সি থেকে ফ্লাইট টিকিট ক্রয় করতে পারবেন।
এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট। এয়ারক্রাফটগুলো ৭০ জন করে যাত্রী বহন করতে সক্ষম।
পিএইচ