উড্ডয়নের আগমুহূর্তে এয়ার কানাডার একটি বিমানের দরজা খুলে বিমান থেকে ২০ ফুট নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক যাত্রী। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডিয়ান টেলিভিশন নেটওয়ার্ক গ্লোবাল নিউজ।  

এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন যে, ওই পুরুষ যাত্রী স্বাভাবিক নিয়ম মেনেই বোয়িং ৭৭৭ বিমানটিতে চড়েছিলেন। কিন্তু এরপর নিজের আসনে যাওয়ার পরিবর্তে, তিনি একটি কেবিনের দরজা খুলে নিচে লাফিয়ে পড়েন।  

পড়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

৩১৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটির টরন্টো থেকে দুবাই যাওয়ার কথা ছিল। তবে এ ঘটনার জন্য বিমানটি পরে ছয় ঘণ্টা দেরিতে ছাড়ে। 

সূত্র : হাফিংটন পোস্ট। 

এনএফ