সাউদিয়ার ফ্লাইট শুরু রোববার, অগ্রাধিকার পাবেন যারা
সৌদি অ্যারাবিয়ান (সাউদিয়া) এয়ারলাইনস রোববার (১৮ এপ্রিল) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার (১৭ এপ্রিল) থেকেই মধ্যপ্রাচ্যসহ পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চলাচলের অনুমতি দিলেও সাউদিয়া ফ্লাইট পরিচালনা করেনি।
এদিকে শনিবার সকাল থেকেই সাউদিয়ার কারওয়ান বাজার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করতে থাকেন টিকেটপ্রত্যাশী প্রবাসীরা। বিক্ষোভের এক পর্যায়ে সাউদিয়া কর্তৃপক্ষ তাদের রোববার থেকে ফ্লাইট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞাপন
সোনারগাঁওয়ে সাউদিয়ার বুকিং অ্যান্ড সেলস বিভাগের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে রোববার থেকে সাউদিয়ার ফ্লাইট চলবে। গত ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট কাটা ছিল তারা নতুন করে টিকেট কাটতে পারবেন। তবে ২০ তারিখের পরে যাদের ফ্লাইট তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে গত ১১ এপ্রিল বেবিচক জানায়, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন চলাকালীন সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।
পরে গত ১৫ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শনিবার সাউদিয়া কোনো ফ্লাইট পরিচালনা না করায় ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা।
এআর/ওএফ