আগামী বছরের মার্চ মাসে ইতালির রোম শহরে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রেনিং সেন্টার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে ডায়ালগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের একটা অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোনো রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশিদিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে।

আরও পড়ুন

এ বিষয়ে বিমানের পরিচালক (মার্কেটিং) মো. সালাউদ্দিন বলেন, রোম আমাদের অনেক পুরোনো রুট ছিল। এয়ারক্রাফট স্বল্পতার কারণে ২০০৯ সালে আমরা এই রুটে যাতায়াত বন্ধ করেছিলাম। রোমে ফ্লাইট পরিচালনা করার জন্য যা যা করণীয় তাই এরইমধ্যে আমরা করছি। এছাড়াও রুট পরিচালনা করার জন্য যে মার্কেট স্ট্র্যাটেজি করা প্রয়োজন সেটা আমরা করেছি।

ঢাকা থেকে রোম ফ্লাইট সরাসরি নাকি ট্রানজিট হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আপাতত দুটি অপশনকে বিবেচনা করছি। হয়ত আমরা ঢাকা থেকে রোম সরাসরি যাব, নয়তো বা ভায়া কোনো জায়গায় হয়ে যাব। রোমের ফ্লাইট আমরা ড্রিমলাইনার দিয়ে পরিচালনা করব।

ট্রানজিট ফ্লাইট হলে সেটি কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, স্টপওভারের ক্ষেত্রে আমরা টি দেশকে বিবেচনা করছি। একটি হলো কুয়েত, অন্যটি দুবাই।

এমএসি/জেডএস