আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশের অভ্যন্তরীণ সব ও আন্তর্জাতিক কয়েকটি রুটের ফ্লাইটের টিকিটে ১৬% ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৯ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান জানায়, ১৬ ডিসেম্বর দেশের সব অভ্যন্তরীণ রুটের টিকিট কাটলে ১৬% ছাড় পাবেন যাত্রীরা। একইদিন চেন্নাই, দিল্লি, কোলকাতা, কাঠমান্ডু, নারিতা, দুবাই, আবুধাবি, ম্যানচেস্টার ও গুয়াঞ্জু রুটের টিকেটেও মিলবে এ ছাড়।

ছাড় পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকেট কাটার সময় প্রোমো কোডের জায়গায় BIJOY23BG টাইপ করতে হবে। এছাড়াও বিমানের কল সেন্টার নম্বরেও ফোন করে কাটা যাবে টিকিট।

বিমান জানায়, ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ ২৪ ঘণ্টার মধ্যে টিকিট কাটলেই কেবল প্রোমোকোডটি কাজ করবে।

এআর/পিএইচ