যাত্রী অসুস্থ, করাচিতে ইন্ডিগোর প্লেনের জরুরি অবতরণ
জেদ্দা থেকে হায়দ্রাবাদ আসার পথে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হয়েছে ইন্ডিগোর এক প্লেনের। এয়ারলাইন্স কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জেদ্দা থেকে হায়দ্রাবাদ আসছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬৮। সেই সময় প্লেনে থাকা এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
মেডিকেল ইমার্জেন্সির কারণে পাইলট প্লেনটিকে করাচিতে অবতরণ করান। যেখানে অসুস্থ যাত্রীকে দেখার জন্য উপস্থিত ছিলেন চিকিৎসকরা। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ওই যাত্রী মারা যান। তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর সব নিয়মকানুন শেষ করে করাচি থেকে প্লেনটি হায়দ্রাবাদে ফিরে আসে।
বিজ্ঞাপন
গত বুধবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত মার্চ মাসে দিল্লি থেকে দোহার উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি প্লেন। কিন্তু মাঝ আকাশেই অসুস্থ বোধ করতে শুরু করেন এক যাত্রী। সেই সময়ও পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল প্লেনটিকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তার। এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
সূত্র : এনডিটিভি
জেডএস