ফ্লাইট পরিচালনাকারী সব ক্রুদের করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সম্প্রতি এক সার্কুলারে এই নির্দেশনা দেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির।

এতে বলা হয়, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফ্লাইটের সব ক্রুদের করোনাভাইরাসের টিকা নিতে (রিকমেন্ডেড) বলা হচ্ছে। ফ্লাইট সেফটি নিশ্চিত করতে টিকার প্রথম ডোজ নেওয়ার পর ৪৮ ঘণ্টা (বিশেষ ক্ষেত্রে ৭২ ঘণ্টা) পর্যন্ত ফ্লাইট পরিচালনা করতে পারবেন না কোনো ক্রু।

আরও পড়ুন: ১৪ এপ্রিল থেকে সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত

সার্কুলারে বলা হয়েছে, টিকা নেওয়ার পর যদি কোনো ক্রু পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হন তাহলে তাকে ফ্লাইট পরিচালনা থেকে বিরত রাখতে হবে। পাশাপাশি তাকে বেবিচকের মেডিকেল অ্যাসেসরের পরামর্শ নিতে বলা হচ্ছে।

এর আগে ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ে ক্রুদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা দিয়েছিল বেবিচক। সেসময় ফ্লাইটের ক্রুদের সার্জিক্যাল মাস্ক/এন-৯৫ মাস্ক, চশমা, রাবারের হ্যান্ড গ্লোভস ও ফেসিয়াল মাস্ক পরাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছিল।

এআর/এসএসএইচ