বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ জোরদার, বাণিজ্য ও পর্যটন সহযোগিতায় ঢাকা-তাশখান্দ রুটে উজবেকিস্তান এয়ারওয়েজকে ফ্লাইট পরিচালনার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

১৬-২০ অক্টোবর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার ২৫তম সাধারণ অধিবেশনে উজবেকিস্তানের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। অধিবেশনে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী।

এক বিজ্ঞপ্তিতে বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অধিবেশনে উজবেকিস্তানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দেশটির পক্ষে বেসামরিক বিমান চলাচল সংস্থার পরিচালক নাজরভ তাহির আলিমজানোভিচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

এ ছাড়াও ৫ দিনের অধিবেশনে শ্রীলঙ্কার পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের সচিব এইচ এম বি পি হেরাথের সঙ্গে সাক্ষাৎ করেন মাহবুব আলী। সাক্ষাতে উভয় দেশের পর্যটন সম্পর্কিত সহযোগিতাকে আরও সম্প্রসারণে জোর দেওয়া হয়। বিশেষ করে পর্যটন শিক্ষা, প্রশিক্ষণ এবং সমুদ্র ভ্রমণের ক্ষেত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সারওয়ার মাহমুদ, উজবেকিস্তানের বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিন,

সাধারণ অধিবেশনে মাহবুব আলী তার হস্তক্ষেপে, বাংলাদেশে পরিবেশবান্ধব পর্যটন বিকাশে বাংলাদেশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলের সমাপ্তিসহ পর্যটন ও যোগাযোগ সংক্রান্ত অবকাঠামোর আধুনিকায়নে সরকারের গৃহীত সাম্প্রতিক উদ্যোগ ও সাফল্যের কথা তুলে ধরেন। পর্যটনের সম্ভাবনা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি অংশগ্রহণকারীদের বাংলাদেশে সুযোগ অন্বেষণ করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সকল আর্থ-সামাজিক খাতে যে অভূতপূর্ব উন্নয়ন যাত্রা শুরু করেছে তার সাথে হাত মেলাতে আহ্বান জানান। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএনডব্লিউটিও-র সাইডলাইনে, বৃহস্পতিবার  স্পেনের পর্যটন প্রতিমন্ত্রী রোসা আনা মরিলো রদ্রিগেজের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে মতামত ভাগ করেন। একইদিন তিনি জার্মানি ও গ্রিসসহ অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

অধিবেশন শেষে আগামী শনিবার ২১ অক্টোবর প্রতিমন্ত্রীসহ বাংলাদেশের প্রতিনিধি দল দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

এআর/এনএফ