ঢাকা থেকে সরাসরি কোরিয়া
বাংলাদেশে ফ্লাইট চালু জিন এয়ারের
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন্স জিন এয়ার। আগামী ২৩ অক্টোবর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ার সিউলের ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে তারা। সপ্তাহে একটি সিডিউল ফ্লাইটের ঘোষণা দিয়েছে জিন এয়ার।
বিমানবন্দর সুত্র জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন সোমবার ফ্লাইট পরিচালনা করবে জিন এয়ার। ভবিষ্যতে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা তিনটি করা হবে।
বিজ্ঞাপন
এ রুটে ওয়ানওয়ে ভাড়া ৭০ হাজার টাকা থেকে শুরু। ফিরতি ভাড়া ৯১ হাজার টাকা। জিন এয়ার ঢাকা-ইনচিওন ফ্লাইটে যাত্রী ২৩ কেজি করে দুটি লাগেজ অর্থাৎ ৪৬ কেজি নিতে পারবেন।
জিন এয়ারের বরাত দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট সিডিউল ঘোষণার ওয়েবসাইট অ্যারোরুটস জানায়, জিন এয়ারের ফ্লাইট এলজে-৭০২ ফ্লাইটটি ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় সিউলের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে ইনচিওন বিমানবন্দরে অবতরণ করবে।
ইনচিওন বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট এলজে-৭০১ স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ছেড়ে যাবে এবং সোমবার রাত ৯ টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছাবে। এই রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ পরিচালনা করবে জিন এয়ার।
এআর/এমএসএ