আগামী ১৪ অক্টোবর পর্যন্ত তেল আবিবে ফ্লাইট চালাবে না এয়ার ইন্ডিয়া। এমন একটি বিজ্ঞপ্তি দিয়ে বিমান বাতিলের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। যুদ্ধের অশান্ত পরিস্থিতির জন্যই বিমান বাতিল করতে সংস্থাটি বাধ্য হয়েছে বলে জানিয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩ সালের ১৪ অক্টোবর পর্যন্ত তেল আবিব থেকে এয়ার ইন্ডিয়ার সব ফ্লাইট বাতিল করা হল। যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা ইসরায়েল এবং হামাসের যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এই বিমান পরিষেবা পুনরায় কবে চালু করা হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। 

সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্যও রয়েছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২২০০ ইসরায়েলি।

অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৪০০।

এমজে