সাত দেশের আট রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা
করোনাকালীন সময়ে সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা মেনে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সাত দেশের আটটি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে তারা।
বর্তমানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মেনে ঢাকা থেকে মাস্কাট, দোহা, দুবাই, চেন্নাই, কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মাস্কাট ও চেন্নাই সপ্তাহে সাতটি, দুবাই ও কলকাতায় ছয়টি, দোহায় চারটি, কুয়ালালামপুরে দুটি এবং সিঙ্গাপুর ও গুয়াংজুতে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট সরাসরি মাস্কাট ও চারটি ফ্লাইট চেন্নাইয়ে পরিচালনা করা হচ্ছে।
আন্তর্জাতিক প্রত্যেকটি রুটেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে। ইউএস-বাংলার বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।
টিকিট রিজার্ভেশন সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিস বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করা যাবে। এছাড়াও ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এআর/ওএফ