অভ্যন্তরীণ রুটে সেরা এয়ারলাইন্সের খেতাব পেয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স। সেরা কাস্টমার ফ্রেন্ডলি (ডমেস্টিক) ক্যাটাগরিতেও সেরা হয়েছে এয়ারলাইন্সটি।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্যা এয়ার -২০২৩’ এর গালা অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। এসময় এয়ারলাইন্সটিকে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এয়ারলাইন্সের জিএম-জনসংযোগ কামরুল ইসলাম।

২০২৩ সালের সেরা এয়ারলাইন্স (আন্তর্জাতিক) হিসেবে নির্বাচিত হয়েছে এমিরেটস এয়ারলাইন।

আরও পড়ুন- ঢাকা টু মিডল ইস্ট—আকাশপথ কেন বিদেশিদের দখলে?

চলতি বছরের জুলাই মাসে সেরা এয়ারলাইন্স নির্বাচনের জরিপ শুরু হয়। বিভিন্ন পেশা গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড জরিপ ফলাফল বিশ্লেষণ এবং বিজয়ী নির্বাচন করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে ব্যাংকক, গুয়াংজু, কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, দিল্লী, সিঙ্গাপুর ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বহরে ২টি এয়ারবাস ৩৩০সহ মোট ৬টি ওয়াইড বডি ও ২০টি ন্যারোবডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

এআর/এমজে