কলকাতা থেকে সিকিম যাওয়া যাবে প্লেনে
চলতি মাসের ১৫ তারিখ থেকে ভারতের কলকাতা থেকে প্লেনযোগে যাওয়া যাবে সিকিমে। প্রতিদিন চলবে এ ফ্লাইট। এ পরিষেবাটি শুরু হতে চলেছে দমদম বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং পর্যন্ত। ফলে কলকাতা এবং সিকিমের মধ্যে আরও মজবুত হবে ব্যবসায়িক ও পর্যটন যোগাযোগ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর। এ প্রসঙ্গে পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার জানান, এ বিমানবন্দর থেকে গত ১৪ মার্চ প্লেন চলাচল শুরু হয়েছিল এবং জুন পর্যন্ত পরিষেবা অব্যাহত ছিল। এরপর ১৫ জুন খারাপ আবহাওয়ার জন্য পাকিয়ংয়ের ফ্লাইটটি বাগডোগরায় ঘুরিয়ে দেওয়া হয়। ফলে বেশ কিছুদিন বন্ধ ছিল প্লেন চলাচল।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আগামী শনিবার থেকেই দিল্লি-পাকিয়ং ফ্লাইট পরিষেবাগুলো চালু হচ্ছে। আমরা ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতা-পাকিয়ং ফ্লাইট পরিষেবাও পরিচালনা করব। দিল্লি-পাকিয়ং ফ্লাইটগুলো সোম ও শুক্রবার ছাড়া সপ্তাহে পাঁচদিন চলবে। সপ্তাহের সাতদিনই চলাচল করবে কলকাতা-পাকিয়ং ফ্লাইটগুলো।
পাকিয়ং বিমানবন্দরে অপারেটিং একমাত্র এয়ারলাইন হলো পরিষেবা সংস্থা স্পাইসজেট। প্লেন পরিচালনাগত সমস্যার কারণে স্পাইসজেট গত ১৫ জুন থেকে এতদিন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।
এ বিষয়ে বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাকিয়ং বিমানবন্দরে অপারেশনের প্রথমদিন দিল্লি থেকে ৫২ জন যাত্রী নামেন। অপরদিকে, এদিন পাকিয়ং বিমানবন্দর থেকে ছয়জন যাত্রী ফিরেও যান দিল্লির উদ্দেশে। তবে রোববার পাকিয়ং বিমানবন্দর থেকে ৩১ জন যাত্রী ফিরে যান দিল্লিতে। সব মিলিয়ে নতুন করে শুরু করে বেশ ভালোই পারফর্মেন্স দিচ্ছে সিকিমের এ ছোট্ট বিমানবন্দরটি।
এফকে