ঢাকা থেকে জাপানের নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফিতা কেটে ঢাকা-নারিতা ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ১৭ বছর পর জাপানের আকাশে ডানা মেলছে বিমান। জাপানের পাশাপাশি শিগগিরই ঢাকা থেকে চেন্নাই, গুয়াংঝু ও মালে রুটে ফ্লাইট চালু করবে বিমান। ঢাকা-নারিতা রুটের সরাসরি ফ্লাইট জাপান প্রবাসীদের চলাচল সহজ ও নির্বিঘ্ন করবে, এমন আশা পর্যটন প্রতিমন্ত্রীর।

উদ্বোধনী ফ্লাইটটি রাত পৌনে ১২টায় জাপানের টোকিও’র উদ্দেশ্য রওনা দেবে। সপ্তাহে তিনদিন শুক্রবার, সোমবার ও বুধবার যাবে বিমানের সরাসরি ফ্লাইট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বিমানের সরাসরি ফ্লাইট জাপান যাওয়ার ফলে অন্য উচ্চতায় পৌঁছাবে দুদেশের সম্পর্ক। শুধু ব্যবসা-বাণিজ্য নয়, ঢাকা-নারিতা ফ্লাইট সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়েও ভূমিকা রাখবে। এসময় তিনি যাত্রীদের সন্তুষ্টি অর্জনে সেবার মান উন্নয়নের তাগিদ দেন। 

স্বাগত বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং সিইও শফিউল আজিম জানান, প্রতিমুহূর্তে নতুন গন্তব্যে ছুটছে বিমান। নতুন রুটসহ লাভজনক রুটেও ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-নারিতা রুটের পর শিগগিরই চেন্নাই ফ্লাইটের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কর্তব্য মনে করে জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হলো। এর মধ্যদিয়ে সাড়ে ৬ ঘণ্টায় যাওয়া যাবে জাপান।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ঢাকা-নারিতা ফ্লাইট ২০২০ সালে চালুর কথা ছিল। কিন্তু সেসময় জাপানের বিধিনিষেধের কারণে সম্ভব হয়নি। বিমান চলাচল বাড়লে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে। এ রুটটি সাফল্যমন্ডিতসহ শিগগিরই ঢাকা থেকে জাপানের হানেদা রুটে বিমানের ফ্লাইট চালু হবে বলে আশা তার।

এসময় উপস্থিত ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, সরাসরি ফ্লাইট দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

এআর/এফকে