১৭ বছর পর আজ জাপানে উড়াল দেবে বিমান
টানা লোকসানের কারণ দেখিয়ে ২০০৬ সাল থেকে বন্ধ করে দেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের (ঢাকা-নারিতা) ফ্লাইট। ১৭ বছর পর আবারও চালু হচ্ছে সেই রুট।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় ফ্লাইটটি উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, মাত্র ছয় ঘণ্টায় ঢাকা থেকে জাপানের নারিতা বিমানবন্দরে যাওয়া যাবে বিমানের মাধ্যমে। জাপানে অবস্থানরত বাংলাদেশিদের সংখ্যা যদিও খুবই কম। তবে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানি নাগরিক, ভারতের কলকাতা, দিল্লি ও নেপালে যাত্রীদের টার্গেট করেই পরিচালনা করছে তারা।
এজন্য ভারত ও নেপালেও এই ফ্লাইটের ক্যাম্পেইন চালাচ্ছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের উদ্বোধনী ফ্লাইট বিজি ৩৩৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। নারিতায় পৌঁছাবে স্থানীয় সময় শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি ৩৭৭ ওইদিন বেলা ১১টায় উড্ডয়ন করে শাহজালালে পৌঁছাবে ঢাকার স্থানীয় শনিবার সময় বিকেল ৩টায়। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হবে।
বিমান আরও জানায়, ঢাকা থেকে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশ্যে যাত্রা করবে। নারিতা থেকে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
ঢাকা-নারিতা রুটে ২৫ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু করে বিমান। ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা এবং রিটার্ন টিকিটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা। তবে নতুন রুট উদ্বোধন উপলক্ষ্যে ছাড় দিয়েছে বিমান।
১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু হয়েছিল। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয়। তবে, তখন টোকিও বিমানবন্দরের পরিবর্তে ঢাকা-নারিতা গন্তব্যে সেই ফ্লাইট চলত। ক্রমাগত লোকসানের কারণে ২০০৬ সালে এই গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ১৭ বছর পর আবার আজ সেই ফ্লাইট শুরু হচ্ছে।
এআর/এমএ