ঝড়ে ঢাকার ৪ ফ্লাইট গেল কলকাতা-চট্টগ্রামে
সন্ধ্যায় রাজধানী ঢাকায় হঠাৎ দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়। আর একারণে ঢাকায় নামতে পারেনি যাত্রীবাহী চারটি ফ্লাইট। এদের মধ্যে তিনটি চট্টগ্রামে এবং একটিকে ভারতের কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৭৪ ফ্লাইটটি ঝড়ের কারণে ঢাকার আকাশে ঘুরে নামতে না পেরে চট্টগ্রামে চলে যায়।
বিজ্ঞাপন
এছাড়াও বাহরাইন থেকে আসা টার্কিশ কার্গোর টিকে-৬৫৬০ ফ্লাইটটি ঢাকায় নামার জন্য প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। চীন থেকে আসা কুইক এয়ার কার্গোর ওয়াইজি-৯০৫৩ এবং কক্সবাজার থেকে আসা নভোএয়ারের ফ্লাইট ভিকিউ-৯৩৬ চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, ফ্লাইট চারটি নিরাপদে বিমানবন্দরগুলোতে অবতরণ করেছে। সুবিধাজনক সময়ে তারা আবার ঢাকায় ফিরে আসবে।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান ঢাকা পোস্টকে বলেন, ঝড়ের কারণে এসব প্লেন কিছুক্ষণ অপেক্ষা করে। পরে নামতে না পারায় ৩টিকে চট্টগ্রাম এবং একটিকে কলকাতায় পাঠানো হয়।
এর আগে চলতি বছরের ১৩ মার্চ একই কারণে ঢাকায় ৩টি ফ্লাইট অবতরণ করতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায়।
এআর/জেডএস