ইন্ডিগোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল আরও এক ঘটনা। শনিবার (২৯ জুলাই) চেন্নাইগামী উড়োজাহাজ সংস্থাটির প্লেনের লাগেজ হোল্ডে ধোঁয়া দেখা যায়। কলকাতা থেকে রওনা হওয়া ওই প্লেনকে দ্রুত ফিরে আসতে হয় কলকাতা বিমানবন্দরে। 

শনিবার দুপুরে ওই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

জানা গেছে, জরুরি অবতরণ করলেও প্লেনের যাত্রীরা সুরক্ষিত আছেন। প্লেনটি কলকাতা বিমানবন্দরে ফিরে আসার পর তা খতিয়ে দেখা হয়। ইঞ্জিনিয়াররা ইঞ্জিন খতিয়ে দেখেন। কোথা থেকে ধোঁয়া বেরিয়েছে, সেখানে কীভাবে আগুন লাগল, তা বোঝার চেষ্টা করেন তারা। 

ইন্ডিগোর দুর্বল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। যে কারণে ডিজিসিএ ৩০ লাখ টাকা জরিমানা করে ওই সংস্থাকে। 

শনিবারের ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ। এর আগে স্পাইসজেটের গ্রাউন্ডেড প্লেনে আগুন ধরার ঘটনা ঘটে। প্লেন রক্ষণাবক্ষণের কাজের সময় একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

জেডএস