রক্ষণাবেক্ষণের সময় স্পাইসজেটের প্লেনে আগুন
ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজের সময় স্পাইসজেটের একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ জুলাই) দিল্লি বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, রক্ষণাবেক্ষণ ঘিরে দেখভাল চলছিল ওই প্লেনে। সেই সময় উপস্থিত ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন প্লেনের একটি ইঞ্জিনে আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে দমকলকে ডাকা হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের ওই ঘটনা অন্য একটি প্লেনের টেক্সিওয়ে থেকে ফোনে ভিডিওর মাধ্যমে তুলে ধরেন এক যাত্রী। খুব কাছ থেকে তিনি দেখতে পান প্লেনটিতে কীভাবে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, রাত ৮টার দিকে গ্রাউন্ড করা প্লেনের একটি ইঞ্জিনে আগুনের খবর পাওয়া যায় এবং পরে তা নিভিয়ে ফেলা হয়।
অন্যদিকে ঘটনার বিষয়ে এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ২৫ জুলাই, স্পাইসজেট কিউ৪০০ প্লেন রক্ষণাবেক্ষণের সময় এএমই#১ ইঞ্জিনে আগুন ধরে যায়। এটি একটি টার্বো-প্রপ প্লেন।
সূত্র : মিন্ট
জেডএস