বিদেশি এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট চালু করতে উৎসাহিত করছে সরকার
বাংলাদেশে ফ্লাইট চালু করতে বিদেশি এয়ারলাইন্সগুলোকে সরকার উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইজিপ্ট এয়ার হলিডেজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। সেই লক্ষ্যে বিদেশি এয়ারলাইনগুলোকে বাংলাদেশে ফ্লাইট চালু করতে উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, ইজিপ্ট এয়ার হলিডেজ বাংলাদেশ-মিশরের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক প্রাণ সঞ্চার করবে।
পর্যটনের মাস্টার প্ল্যান চূড়ান্ত কতদূর, এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়েছে। মাস্টার প্ল্যানে দেশের পর্যটন খাতের বিভিন্ন এলাকা ভাগ করা হয়েছে, যেন খুব সহজে বিদেশি পর্যটকরা ঘুরতে পারে। এ নিয়ে অনেকগুলো ওয়ার্কশপ করা হয়েছে। সেটি বই প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই গ্রহণ করা হবে। চলতি বাজেটে পর্যটনের প্রসারে বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মাহবুব আলী বলেন, পুরো কাজটি পরিকল্পনা মাফিক করা হচ্ছে যেন পর্যটকদের বাড়তি খরচ না হয়। এজন্য পর্যটন কেন্দ্রগুলোর এলাকাগুলোকে ক্লাস্টারে ভাগ করা হয়েছে। এই প্ল্যান কাজে আসবে। তবে প্ল্যানটি চূড়ান্ত হলে বিদেশি বিনিয়োগ আসবে। এজন্য বিদেশি দূতাবাসের হাইকমিশনারদের সঙ্গে মন্ত্রণালয় কথা বলেছে। এ ব্যাপারে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছেন বলে দাবি করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট আলো ঢাকা এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামী, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সোহেল মজিদ, ইজিপ্ট এয়ারের ভাইস প্রেসিডেন্ট-কমার্শিয়াল আমর আদাবি ও ইজিপ্ট এয়ারের বাংলাদেশ জিএসএ আলো ঢাকা এভিয়েশনের চিফ অপারেটিং অফিসার ফরহাদ হোসেন।
এআর/কেএ