আইকাও ট্রেইনার প্লাস সনদ পেল সিভিল এভিয়েশন অ্যাকাডেমি। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কাছে সিভিল এভিয়েশন অ্যাকাডেমির ২০২২-২০২৩ মেয়াদের এই সনদ তুলে দেন আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিংয়ের প্রধান ড. লরা কামারা।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাবলিক অব সাউথ কোরিয়ার ল্যান, অবকাঠামো ও ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের আয়োজনে আইকাও গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিম্পোজিয়াম -২০২৩ অনুষ্ঠিত হয়। ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

জিআইএসএস-২০২৩ সম্মেলনে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা তথা আইকাওয়ের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দেশের বিমান চলাচল সম্পর্কিত মন্ত্রীরা, সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, সিভিল এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহীরা, এভিয়েশন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এভিয়েশন সংস্থার প্রতিনিধিরা।

এ সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে সিভিল এভিয়েশন অ্যাকাডেমির পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বিশ্বব্যাপী এভিয়েশনবিশেষজ্ঞদের প্রতিনিধিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- ''একটি উদ্ভাবন ও টেকসই বিমান চলাচলের জন্য একসাথে করি''।

বাংলাদেশে এভিয়েশন প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের জন্য সম্মেলন চলাকালীন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং (গ্যাট), এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ইনহেন্চ সিভিল এভিয়েশন অ্যাকাডেমির প্রতিনিধিদের সঙ্গে দ্বি-পাক্ষিক সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরিতে সিভিল এভিয়েশন অ্যাকাডেমির এই সনদ লাভ আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মধ্য দিয়ে এভিয়েশন প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের জন্য আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে আইকাও প্রবর্তিত টেকনিক্যাল কোর্সগুলো এখন থেকে দেশে আয়োজন করা যাবে। ফলে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল দ্বারা নিরাপদ বিমান চলাচল ও উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া এই সনদপ্রাপ্তির মধ্য দিয়ে সিভিল এভিয়েশন অ্যাকাডেমির আইকাও ট্রেইনার প্লাসের গোল্ড মেম্বারশিপ অর্জন সহায়ক হবে।

এআর/এমজে