ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সচল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুনরায় ফ্লাইট ওঠানামা শুরু হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিমানবন্দর সূত্র জানায়, প্রথমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেটের ফ্লাইট ৬টা ৩২ মিনিটে অবতরণ করে। এরপর অপেক্ষায় থাকা মালে, কুয়ালালামপুর ও গালফ এয়ারের বাহরাইন ফ্লাইট অবতরণ করে। অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইট ওঠানামা করছে।

আরও পড়ুন : বৈরী আবহাওয়া : ঢাকার আকাশে চক্কর দিচ্ছে ৩টি ফ্লাইট

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, মালদ্বীপ ও কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করতে চাইলেও তাদের আকাশে চক্কর দিতে বলা হয়। এক ঘণ্টা পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট ওঠানামা সচল হয়।

এআর/এসকেডি