বাংলাদেশি ডেবিট-ক্রেডিট কার্ড দিয়েও কাটা যাবে এমিরেটসের টিকিট
বাংলাদেশের স্থানীয় ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে টিকিট ক্রয়ের সুযোগ করে দিয়েছে এমিরেটস এয়ারলাইন। মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে যেকোনো বাংলাদেশি টিকিট কিনে দেশীয় ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন।
সোমবার (১৪ মে) এমিরেটস বাংলাদেশ জানায়, বাংলাদেশে এমিরেটসের টিকিট ক্রয়কারীদের জন্য নতুন এই পেমেন্ট সল্যুশন (সমাধান) চালু করেছে এমিরেটস। যাত্রীদের পক্ষ থেকে ফ্লাইট টিকিটের জন্য অনলাইনে পেমেন্টের চাহিদা বৃদ্ধির কারণে এমিরেটস এই সুবিধাজনক ও ঝামেলামুক্ত সল্যুশন প্রবর্তন করল। এর ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে টিকিট বুকিং ও ক্রয় করতে সক্ষম হবেন। গ্রাহকরা স্থানীয় ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে emirates.com ওয়েবসাইটের সাহায্যে বুকিং ও লেনদেন করতে পারবেন। প্রক্রিয়াটি অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ।
বিজ্ঞাপন
বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার মোহামেদ আল হাম্মাদী বলেন, গ্রাহকদের ভ্যালু-অ্যাডেড অফার দিতে এবং বুকিংয়ের সময় থেকে তাদের ভ্রমণের পুরো সময় জুড়ে মানসম্মত সেবা দিতে এমিরেটস অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত একটি পেমেন্ট সমাধান দিতে পেরে আমরা আনন্দিত, যা অনলাইন গ্রাহকদের অধিকতর উপভোগ্য অভিজ্ঞতা দেবে। নতুন এই অফারে গ্রাহকরা তাদের টিকিট এবং সেবার মূল্য নির্বিঘ্নে অনলাইনে পরিশোধ করতে পারবেন। দিনরাত ২৪ ঘণ্টা এই সুবিধা পাওয়া যাবে এবং গ্রাহকদের মূল্যবান সময় সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, আমাদের এই উদ্যোগ বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সব সেক্টরের ডিজিটালাইজেশন প্রোগ্রামের সঙ্গে সংহতিপূর্ণ।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে ঢাকার যাত্রীদের দুবাই এবং দুবাই হয়ে বিশ্বের ১৩০টির বেশি দেশে নিয়ে যাচ্ছে।
এআর/জেডএস