ককপিটে বান্ধবীর সঙ্গে পাইলটের খোশগল্প, এয়ার ইন্ডিয়ার সিইওকে নোটিশ
মাঝ আকাশে ককপিটে বান্ধবীকে নিয়ে পাইলটের খোশগল্প করার ঘটনায় ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন এবং নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাকে নোটিশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
ডিজিসিএর দাবি, এয়ার ইন্ডিয়া সময় মতো এই ঘটনার কথা তাদের জানায়নি। যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল বলে মনে করছে ডিজিসিএ। এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
• আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার বিমানের ককপিটে বান্ধবীকে ডেকে নিয়ে পাইলটের খোশগল্প
নিয়ম অনুযায়ী ককপিটে যাত্রীরা কেউ ঢুকতে পারেন না। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে গত ২৭ ফেব্রুয়ারি পাইলট তার বান্ধবীকে ককপিটে ঢোকার অনুমতি দেন। শুধু তা-ই নয়, বিমানকর্মীদের বলা হয়, বান্ধবীকে স্বাগত জানানোর জন্য ককপিটে সব রকম ব্যবস্থা করতে।
এর পরেই এই ঘটনা নিয়ে হইচই পড়ে যায়। তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। ওই নির্দিষ্ট বিমানের সমস্ত কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এ বার সংস্থার সিইওকে নোটিস পাঠানো হল।
এনএফ