১৮ মে শুরু ঢাকা ট্রাভেল মার্ট, টাইটেল স্পন্সর এয়ার অ্যাস্ট্রা
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮-২০ মে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩’ অনুষ্ঠিত হবে। এতে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এই মেলাটির ১৮তম আসর আয়োজন করছে।
রোববার (৩০ এপ্রিল) রাজধানীতে এয়ার অ্যাস্ট্রার প্রধান কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে টাইটেল স্পন্সর সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কাজী ওয়াহিদুল আলম বলেন, এবারের ঢাকা ট্রাভেল মার্টে এয়ার অ্যাস্ট্রাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। প্রতিবারের মতো এবারও ঢাকা ট্রাভেল মার্টে আমরা আশাতীত সাড়া পেয়েছি। দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সবার জন্য এই মেলাটি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি অনন্য প্লাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।
ইমরান আসিফ বলেন, আকাশ ভ্রমণে, গুণগত মানের নতুন একটি বেঞ্চমার্ক তৈরির লক্ষ্য নিয়ে এয়ার অ্যাস্ট্রা গত বছর যাত্রা শুরু করেছে। ঢাকা ট্রাভেল মার্টের মতো অত্যন্ত জনপ্রিয় ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার। এই মেলাটির মাধ্যমে আমরা আমাদের উপস্থিতি আরও জোরালোভাবে প্রকাশের সুযোগ পাব বলে মনে করছি। মেলা চলাকালীন আমরা দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার ঘোষণা করতে যাচ্ছি।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩-এ দেশ ও বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স, জাতীয় পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, হসপিটালিটি প্রপার্টি, ট্রাভেল এজেন্সি, ওটিএসহ বিভিন্ন প্রতিষ্ঠান শতাধিক স্টল ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারীরা নতুন প্রোডাক্ট ঘোষণা ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে আসছে।
এআর/এসএসএইচ/