এই প্রথম ভারতের কোনো বিমানবন্দরে চালু হতে যাচ্ছে এলিভেটেড ক্রস ট্যাক্সিওয়ে বা ইসিটি। বিশ্বের মাত্র ১০টি বিমানবন্দরে এই সুবিধা রয়েছে বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমের। আগামী সেপ্টেম্বরের মধ্যেই সেই তালিকায় নাম উঠবে দিল্লির। 

ট্যাক্সিওয়ে এমন একটি পথ যা বিমানবন্দরের ভেতরে রানওয়ে থেকে টার্মিনালের সঙ্গে যুক্ত থাকে। অনেকটা রানওয়ের মতোই, যতক্ষণ বিমান মাটিতে থাকে ততক্ষণ এই পথ ধরেই সে এক স্থান থেকে অন্য স্থানে যায়। বিমান উড়ানের সময় বা অবতরণের পর কম সময়ে ও নিরাপদে বন্দরের দরজা পর্যন্ত যাওয়ার জন্য এই ট্যাক্সিওয়ে ব্যবহার করা হয়। 

জরুরি যানবাহন চলাচলের জন্য ট্যাক্সিওয়ের দু’পাশে প্রায় তিন মিটার চওড়া রাস্তা তৈরি করা হবে। বিমান ওড়ার সময় নিরাপত্তা বজায় রাখতে দু’টি ট্যাক্সিওয়ের মধ্যে ৪৭ মিটার ব্যবধান থাকবে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বা জার্মানির লিপজিগ বা হ্যালে বিমানবন্দরসহ বিশ্বের ১০টি বিমানবন্দরে ট্যাক্সিওয়ে উন্নত করা হয়েছে। সেই সব আন্তর্জাতিক মডেল পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরেই দিল্লি বিমানবন্দরে এই ধরনের কাঠামো তৈরি করার কথা ভাবা হয়েছে। 

এনএফ