৪৭০টি বিমান কিনছে এয়ার ইন্ডিয়া
বোয়িং এবং এয়ারবাসের কাছ থেকে আরও ৪৭০টি বিমান কিনতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সেই সাথে নিয়োগ দেওয়া হবে আরও ১ হাজার পাইলট।
গত বছর জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া ফিরে যায় টাটা গোষ্ঠীর হাতে। তারপর থেকেই সবকিছু ঢেলে সাজানোর চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে নতুন করে ১ হাজার পাইলট নিয়োগের সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
নতুন বিমান কেনা ও পাইলট নিয়োগ নিয়ে আলোচনা চললেও সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্মীদের বেতন কাঠামো ঢেলে সাজানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে আপত্তি জানিয়েছে পাইলটদের দুটি ইউনিয়ন। ইউনিয়ন দু’টিরই দাবি, নতুন বেতনক্রম এবং কাজের শর্ত শ্রম আইনের বিরোধী এবং তা চূড়ান্ত করার প্রক্রিয়ায় পাইলট এবং অন্যান্যদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়নি।
এনএফ