৫ জুলাই থেকে মন্ট্রিলে দৈনিক ফ্লাইট চালাবে এমিরেটস
আগামী ৫ জুলাই থেকে কানাডার মন্ট্রিলে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। মন্ট্রিল হবে টরন্টোর পর কানাডায় এমিরেটসের দ্বিতীয় গন্তব্য।
প্রাথমিকভাবে দুবাই থেকে এই রুটে দৈনিক একটি করে ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ থেকে যে কোনো যাত্রী এমিরেটস এয়ারলাইন্সে করে দুবাই ট্রানজিট নিয়ে মন্ট্রিলে যেতে পারবেন।
বিজ্ঞাপন
বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।
এমিরেটস বাংলাদেশ জানায়, এমিরেটস এবং এয়ার কানাডার মধ্যে কোড শেয়ার চুক্তির ফলে উভয় এয়ারলাইনের যাত্রীরা সুবিস্তৃত নেটওয়ার্কজুড়ে ভ্রমণের সুবিধা পাবেন। যেমন, এমিরেটস যাত্রীরা এয়ারলাইনটির নিজস্ব ১৩০টির অধিক গন্তব্য ছাড়াও টরন্টো হয়ে কানাডার ১৯টি শহরে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।
একই ভাবে, এয়ার কানাডার যাত্রীরা এমিরেটসে দুবাই এসে আফ্রিকা, ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের ১৭টি শহরে সহজেই ভ্রমণ করতে পারছেন।
বর্ধিত ইন্টারলাইন ব্যবস্থাপনার অধীনে এমিরেটস যাত্রীরা মন্ট্রিল থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৬৮টি শহরে ভ্রমণ সুবিধা পাবেন। একই টিকিটে এবং সুবিধাজনক সংযোগে এ সকল গন্তব্যে নির্ঝঞ্ঝাটে ভ্রমণ করা যাবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে তিন শ্রেণি বিশিষ্ট সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর।
এআর/এসকেডি