এয়ারবাসের ২৫০ বিমান কিনছে এয়ার ইন্ডিয়া
ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে ২৫০টি যাত্রিবাহী বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ২১০ টি ন্যারোবডি বিমান ও ৪০টি ওয়াইডবডি বিমান রয়েছে।
মঙ্গলবার টাটা চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখর জানান, বিমানগুলো বিশ্বজুড়ে দীর্ঘতম রুটগুলোতে চলাচল করবে।
বিজ্ঞাপন
ভারতীয় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়ার মালিকানা আসার পর এতো বড় বহরের বিমান কেনার চুক্তি সম্পাদিত হয়েছে।
টাটার দাবি, এয়ারবাসের সঙ্গে বিমান কেনার এ চুক্তি বাস্তবায়িত হলে ভারতের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে।
রয়টার্স জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার জন্য ৪৭০ টি বিমান কেনার পরিকল্পনা করছে টাটা। এর মধ্যে এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী বোয়িং থেকে ২২০টি বিমানের অর্ডারও এই চুক্তিতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ‘উপস্থিতিতে’ ঐতিহাসিক এ চুক্তি করে এয়ার ইন্ডিয়া। বিমান কেনার পর এক প্রতিক্রিয়ায় মোদী বলেছেন, ‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’
টাটা চেয়ারম্যান জানান, মোদী এবং ম্যাক্রোর ভার্চুয়াল বৈঠকের পরেই এই চুক্তি হয়েছে। আমাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।
ভারত সরকারের সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট কিনবে রতন টাটার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
এক প্রতিক্রিয়ায় ফরাসী প্রেসিডেন্ট বলেছেন, ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি।
এমজে