বিমানের সাড়ে ৩ হাজার কোটি টাকা মওকুফ করছে সরকার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনা ৩ হাজার ৪৪৯ কোটি টাকা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) একটি নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে।
বিজ্ঞাপন
অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ ও ভ্যাট দীর্ঘদিন ধরে বকেয়া রাখায় সারচার্জ যুক্ত হয়ে বিমানের কাছে মোট ৪ হাজার ৭৪৪ কোটি টাকা পাওনা বেবিচকের। এর মধ্যে ৩ হাজার ৪৪৯ কোটি ১৪ লাখ টাকা মওকুফ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল আউয়ালের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয় ও বিমানের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের ১৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের কাছে সারচার্জ মওকুফ চেয়ে চিঠি দেন বিমানের এমডি মো. যাহিদ হোসেন। এর আগে ২০০৭ সালে বেবিচকের আরোপিত এক হাজার ২১৬ কোটি টাকা মওকুফ করিয়ে নিয়েছিল বিমান।
এআর/আরএইচ