ঢাকার ফ্লাইট চলাচল স্বাভাবিক, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে। তবে এখনো দেশের আকাশপথে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে প্রায় অর্ধশতাধিক ফ্লাইট উঠানামা করেছে। দুপুর পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
বিজ্ঞাপন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত কোনো ফ্লাইট ডিলে (বিলম্ব) হয়নি। তবে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, নিয়মিত আপডেট নিচ্ছি। আপাতত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগাম সতর্কতা হিসেবে সোমবার বিকেল থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের ফ্লাইট বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। বিষয়টি নিয়ে দেশের তিন এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার ভোরে পটুয়াখালীর খেপুপাড়ার পাশ দিয়ে দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
এআর/এমএইচএস