এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় বিমানের ৫ কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

সংবর্ধিত ব্যক্তিরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কর্মকর্তা শাকিল আহমদ, জিয়াউল হাসান, বুরহান উদ্দিন ও মিজানুর রহমান শিশির এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা বিপ্রজিত বিশ্বাস বাপ্পী। এ সময় এই ৫ কর্মকতাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

সংবর্ধিতরা এ সময়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্লাব সেক্রেটারি মোর্শেদ ফখরুল চৌধুরীর পরিচালনায় সভাপতি  সৈয়দ বেলায়েত আলী লিমন সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক ক্লাব সেক্রেটারি মারজান আহমদ চৌধুরী ও অজয় রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাব সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, ট্রেজারার তউসিফ ইসমাইল চৌধুরী, সাহিম আহমদ খান, সিভিল এভিয়েশন কর্মকর্তা এস ও নির্মল কুমার, হিফজুর রহমান চৌধুরী, জামিল আহমদ, হারুন রশীদ, সাহাবুদ্দিন আহমদ, বাবুল মিযা, মুজিবুর রহমান, কাহার ঊদ্দিন, নিতাই দাশ, দিলু মিয়া, শাহান আহমদ, দিলদার হোসেন, সাজিদুর রহমান সাজু, সাজিদ মিয়া, আলমগীর আহমদ, সুমন আহমদ, খালেদ মিয়া, সজীব মিয়া প্রমুখ।

এমএ