কাতারের উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইট। তবে কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকেই দেশে ফিরে আসে ফ্লাইটটি।

সোমবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে জানায়, সোমবার রাত পৌনে ৭টায় বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে উড়ে যায়। ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। তবে দেড় ঘণ্টা উড্ডয়নের পর ভারতের রায়পুরের আকাশে ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে, পাইলট তাৎক্ষনিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

প্রায় পৌনে ২ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটে মোট ২৭৪ জন যাত্রী ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিমান বিস্তৃতভাবে কিছু জানায়নি। তারা শুধু ‘টেকনিক্যাল ইস্যু (কারিগরি ত্রুটি)’ উল্লেখ করেছে। তবে শুনেছি বিমানের উইন্ডশিল্ড (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট ফ্লাইটটি নিয়ে দেশে ফিরে আসেন।

ওই ফ্লাইটের যাত্রী ছিলেন শেখ মোহাম্মদ সাজিদ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।’

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি বিমান। তবে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার (২০ আগস্ট) দিল্লি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। বিমানের বোয়িং-৭৩৭ ফ্লাইটটির হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা দিয়েছিল। একইদিন ওই ফ্লাইটের ১৬২ যাত্রীকে দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠায় বিমান। সেই ফ্লাইটটিতে বিমানের প্রকৌশলীরাও ছিলেন। পরে তারা উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনেন।

এআর/এমএইচএস