দিল্লি থেকে ওড়ার আগেই ‘বসে গেল’ বিমান
যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। সাময়িকভাবে ফ্লাইটটিকে উড্ডয়নের অনুপযোগী বলে ঘোষণা করা হয়।
বিমানের দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইটটি বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। এই ফ্লাইটে ১৬২ যাত্রীর ঢাকায় আসার কথা ছিল।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার (২০ আগস্ট) ভারতের স্থানীয় সময় সোয়া ৬টায় ফ্লাইটটির ঢাকায় ফেরার কথা ছিল। তবে ঢাকা থেকে দিল্লিতে যাওয়ার পরই উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। সমস্যা সমাধানে সময়ের দরকার হওয়ায় যাত্রীরা এখনো বিমানবন্দরেই রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে জানান, ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠানো হয়েছে। সেই ফ্লাইটটিতে বিমানের প্রকৌশলীরাও আছেন। তারা উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। পাশাপাশি একটি পৃথক ফ্লাইটে ঢাকাগামী যাত্রীদের দেশে আনা হবে।
এর আগে ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে ৫ ঘণ্টার বেশি সময় কলকাতা আটকে ছিল বিমানের একটি ফ্লাইট।
এআর/এমএইচএস