দীর্ঘ যাত্রায় বের হয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে বিমানবন্দরেই ঘুমিয়ে নিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ‘স্লিপিং পড’ পরিষেবা চালু হলো চেন্নাই বিমানবন্দরে। এখন থেকে বিশ্রাম নেওয়া বা ঘুমিয়ে নেওয়ার জন্য যাত্রীদের হোটেলে না গেলেও চলবে।

পডগুলোর ভেতরে শুয়ে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা। এক একটি পডে থাকবে একটি করে বিছানা। সেই বিছানায় থাকার সুযোগ পাবেন একজনই। তবে ১২ বছরের কম বয়সী শিশু থাকলে তাকেও সঙ্গে নেওয়া যাবে।

আরও পড়ুন: নারী যাত্রীর সন্দেহবাতিক মন, প্লেন বসে থাকল ৬ ঘণ্টা

পডগুলোর ভেতরে থাকবে বই পড়ার আলো, ব্যাগ রাখার জায়গা ও ফোন কিংবা ল্যাপটপে চার্জ দেওয়ার ব্যবস্থাও। চেন্নাই বিমানবন্দর সূত্রে খবর, ঘণ্টার ভিত্তিতে ভাড়া নেওয়া যাবে পডগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, বিমান বদলের জন্য যাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিংবা যারা দীর্ঘ পথে বিমানযাত্রা করছেন, এই পরিষেবা চালু হলে অনেকটাই সুবিধা হবে তাদের। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন তারা। বুধবার (১৮ আগস্ট) চেন্নাই বিমানবন্দরের কর্মকর্তা শরদ কুমার পডগুলোর উদ্বোধন করেন।

এসএসএইচ