আকাশে একটানা দীর্ঘ পথ পাড়ি দেয় যেসব ফ্লাইট
আকাশ পথে ভ্রমণ সর্বদাই আনন্দদায়ক। বিশেষ করে দূরের পথ অতিক্রম করতে হলে এর বাইরে আর কোনো কিছু রাখার সুযোগ নেই বললেই চলে। এমন কিছু দীর্ঘতম নন-স্টপ ফ্লাইট রয়েছে যেগুলো এক দেশ থেকে অন্য দেশে যেতে হাজার হাজার মাইল পথ পাড়ি দেয়।
সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক
বিজ্ঞাপন
এশিয়া থেকে উত্তর আমেরিকা এই দুই বৃহৎ মহাদেশ জুড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ২৪ চলাচল করে। ফ্লাইটটি যাত্রীদের সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাস এ৩৫০-৯০০-এর মাধ্যমে নিয়ে যায়।
>> মদ চেয়ে বিমানের টরন্টো ফ্লাইটে যাত্রীর হইচই
এই ফ্লাইটটি পৃথিবীর দীর্ঘতম ফ্লাইটগুলোর মধ্যে অন্যতম। এর যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ১৫ হাজার কিলোমিটার। দুটি স্থানের মধ্যে যাত্রাপথের সময়সীমা প্রায় ১৮ ঘণ্টা ৪০ মিনিট।
সিঙ্গাপুর থেকে নেওয়ার্ক
বিশ্বের দীর্ঘতম যাত্রাপথের অভিজ্ঞতাসম্পন্ন ফ্লাইটগুলোর আরেকটি সিঙ্গাপুর থেকে নিউ জার্সির নেওয়ার্ক। এটিও সিঙ্গাপুর এয়ারলাইন্স দ্বারা পরিচালিত। এটি সিঙ্গাপুর থেকে নেওয়ার্কে পৌঁছতে সময় নেয় ১৮ ঘণ্টা ২৫ মিনিট। যাত্রা শেষ হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্কে। এটি এয়ারবাস এ৩৫০-৯০০এস দ্বারা পরিচালিত হয়।
ডারউইন থেকে লন্ডন
অস্ট্রেলিয়ার ডারউইন কান্টাস ফ্লাইট কিউএফ৯-এর যাত্রাপথের দূরত্ব প্রায় ১৪ হাজার কিলোমিটার। এটি যাত্রা সম্পন্ন করতে সময় নেয় ১৭ ঘণ্টা ৫৫ মিনিট। এই ফ্লাইটটিকে বর্তমানে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের অধীনে রাখা হয়েছে।
>> টরন্টো ফ্লাইটে দুই শতাধিক যাত্রী, অর্ধেক ভারত-নেপালের
এই ফ্লাইটটি মূলত পার্থ ও লন্ডনের মধ্যে চলাচল করত। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে এটিকে ডারউইনে স্থানান্তরিত হয়েছিল।
লস এঞ্জেলেস থেকে সিঙ্গাপুর
লস এঞ্জেলেস থেকে সিঙ্গাপুরের দূরত্ব পূর্বের ডারউইন থেকে লন্ডনের দূরত্বের তুলনায় অনেকটাই কম। তবে এটিও নন-স্টপ ফ্লাইট। এই ফ্লাইটটি ১৭ ঘণ্টারও বেশি সময়ে প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরত্ব কভার করতে সক্ষম। এটিও সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩৫ দ্বারা পরিচালিত হয়।
নিউ ইয়র্ক থেকে হংকং
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ২৪ মার্চে জানিয়েছিল, তারা নিউ ইয়র্ক-হংকং রুট পরিবর্তন করতে চায়। ফলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ২৪ থেকে জেএফকে পর্যন্ত ট্রিপটি অত্যন্ত দীর্ঘপথের যাত্রায় পরিণত হবে।
এয়ারলাইন কর্তৃপক্ষের কথা অনুযায়ী, এই ফ্লাইটটি প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ৯ হাজার নটিক্যাল মাইলের সামান্য কম অর্থাৎ প্রায় ১৬ হাজার ৬৬৮ কিলোমিটার পথ অতিক্রম করবে।
ওএফ