দুবাই থেকে কোচি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনারের এয়ার প্রেশার কমে যায়। এতে বিমানের ভেতরে চরম অক্সিজেন সংকট দেখা দেয়। এক পর্যায়ে অক্সিজেন মাস্ক ব্যবহারে বাধ্য হন যাত্রীরা। অবশেষে জরুরিভিত্তিতে বিমানটিকে মুম্বাইয়ে অবতরণ করান পাইলট। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, দুবাই থেকে ২৪৭ জন যাত্রী ও ক্রু নিয়ে কোচি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনারটি। কিন্তু কোচিতে অবতরণের আগেই পাইলট এটিসিকে জানান, বিমানের ভেতরে এয়ার প্রেশারে সমস্যা হচ্ছে। তারপরই জরুরি ভিত্তিতে বিমানটিকে মুম্বাইয়ে অবতরণ করতে দেওয়া হয়। বিমানের ভেতরে এয়ার প্রেশার এতটাই কমে যায় যে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয় যাত্রীদের। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

সংশ্লিষ্টরা জানান, কেবিনের এয়ার প্রেশার কমে যাওয়া অত্যন্ত গুরুতর সমস্যা। এ রকম পরিস্থিতিতে বেশিরভাগ সময় পাইলট বিমানকে জরুরি অবতরণ করেন। ডিজিসিএ আপাতত ওই বিমানটিকে বসিয়ে দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটির ক্রুদেরও উড়ান বাতিল করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, যান্ত্রিক জটিলতার কারণে দুবাই থেকে কোচিগামী ফ্লাইটটি মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৪৭ যাত্রী ও ক্রু সবাই নিরাপদে আছেন। বিকল্প ফ্লাইটে যাত্রীদের মুম্বাই থেকে কোচি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে ডিজিসিএ।

উল্লেখ্য, গত রোববারও এ রকম একটি সমস্যা হয় এয়ার ইন্ডিয়ার। এদিন কালিকট থেকে দুবাই যাওয়ার পথে সমস্যা দেখা দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। এরই পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে সেটিকে নামানো হয় মাস্কাটে।  

এসকেডি