কয়েকদিন আগেই মাঝ আকাশে স্পাইসজেটের প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আরও একটি কাণ্ডে প্লেনের ভেতর ধোঁয়া দেখা যায়। এসব ঘটনায় রেশ না কাটতেই এবার উড়োজাহাজ সংস্থাটির প্লেনের উইন্ডশিল্ডে মাঝ আকাশে ফাটল দেখা গেছে। ফলে এই উড়োজাহাজ সংস্থাটির পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার (৫ জুলাই) সংস্থাটির যে প্লেনের উইন্ডশিল্ডে এই ফাটল দেখা যায় সেটি গুজরাটের কান্ডালা থেকে মুম্বাই যাচ্ছিল।

আরও পড়ুন>> ১৮৫ যাত্রীকে নিয়ে উড্ডয়ন করা বিমানে মাঝ আকাশে আগুন

কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বোম্বারডিয়ার বিউ৪০০ মডেলের এয়ারক্রাফটির উইন্ডশিল্ডে ফাটল দেখামাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন পাইলটরা। ২৩ হাজার ফুট উচ্চতায় থাকা ফ্লাইটটির মূলত উইন্ডশিল্ডের বাইরের দিকে এই ফাটলটি ছিল। তবে শেষ পর্যন্ত ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

উল্লেখ্য, এদিন স্পাইসজেটের দিল্লি থেকে দুবাইগামী আরেকটি প্লেনকে জরুরি অবতরণ করতে হয় পাকিস্তানের করাচিতে। জানা যায় প্লেনের জ্বালানির ইন্ডিকেটরে প্রযুক্তিগত সমস্যা হয়। আর একইদিন আরেকটি প্লেনে বিপত্তি ঘটায় উড়োজাহাজ সংস্থাটির পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

জেডএস