বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য সুখবর। তাদের জন্য ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট ঘোষণা করেছে দেশটির রাজতন্ত্রের জাতীয় বিমান সংস্থা ড্রুক এয়ার।

আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে ভুটানের দ্বিতীয় বৃহত্তর শহর পারোর উদ্দেশে চলাচল করবে ড্রুকের ফ্লাইট। প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর আগে করোনার কারণে দীর্ঘ সময় এই রুটে ড্রুকের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

ড্রুক এয়ার জানায়, ১ জুলাই থেকে ঢাকা-পারো রুটে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট চলবে। এই দুইদিন দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভুটানে পৌঁছাবে। পারো থেকে এই দুইদিন সকাল ১১টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।

তবে এখনও এই রুটের ভাড়া ঘোষণা করেনি ড্রুক এয়ার।

ড্রুক বর্তমানে ভুটানের কয়েকটি অভ্যন্তরীণ রুট ছাড়াও ভারতের দিল্লি এবং ব্যাংককে ফ্লাইট পরিচালনা করছে।

ড্রুক এয়ার আরও জানায়, বাংলাদেশি যাত্রীদের জন্য ভুটান অন অ্যারাইভাল ভিসার সুবিধা দেবে। এজন্য তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। ভিসা পেতে আর কোনো কাগজপত্র লাগবে না।

এআর/এমএইচএস