ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। 

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে।  

ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিজি ৪৩৫ ফ্লাইটটি (বোয়িং ৭৩৭) ৩টায় ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু ছেড়েছে ৩টা ৩২ মিনিটে। 

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটটি নামার চেষ্টা করে ৪টা ৭ মিনিটে। তবে বৈরী আবহাওয়ায় নামতে না পেরে ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নামে। পরে ৪টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।  

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তাও জানা যায়নি।

এআর/আরএইচ