ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বাংলাদেশ সফরে এসে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ড্যানিশ রাজকুমারীকে নিয়ে সোমবার ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের বিএস-১৫৫ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। পরে বিকেল ৫টায় কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে। 

ডেনিশ রাজকুমারীকে ঢাকা থেকে কক্সবাজারে নেওয়ার জন্য ইউএস-বাংলাকে সুযোগ দেওয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইউএস-বাংলা। 

প্রতিষ্ঠানটি জানায়, ডেনিশ রাজকুমারীকে বহন করতে পেরে বেসরকারি বিমান পরিবহন সংস্থা হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স গর্ববোধ করছে।  

তিনদিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছান ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

এআর/আরএইচ