ভারতে বিমানের ভেতরে এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যায়। তবে বড় কোনো বিপদ ঘটার আগেই ওই বিমানের ক্রুরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।  

ইন্ডিগোর ডিব্রুগড়-দিল্লি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে ক্রু সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন কর্মকর্তারা।  

ডিব্রুগড় থেকে দিল্লির দিকে আসার পথে ৬ই ২০৩৭ ফ্লাইটটিতে একজন ক্রু সদস্য একজন যাত্রীর ফোন থেকে স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গেই ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিব্রুগড় থেকে দিল্লিগামী ফ্লাইট ৬ই ২০৩৭-এ একটি মোবাইল ফোন থেকে ধোঁয়া বের হয়। ক্রুদের বিপজ্জনক নানা পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া থাকে তাই তারা দ্রুত ওই পরিস্থিতি কাটিয়ে ওঠেন। 

ওই ঘটনায় কেউ আহত বা বিমানের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। 

এনএফ